ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রতিমন্ত্রী পলকের পাঁচদিনে পাঁচ স্বজনের মৃত্যু   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ২৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

একের পর এক পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্বজনরা। গত পাঁচদিনে তাঁর পাঁচ স্বজনের মৃত্যু হয়েছে।  

সোমবার দুপুর দুইটা ৫৪ মিনিটে তিনি তার ফেসবুক ফ্যানপেজে এই তথ্য জানিয়ে এক পোস্টে মৃতদের জান্নাত কামনা করেন। এসময় তিনি মরদেহের কফিন ও জানাজার চারটি ছবি পোস্ট করেন।

জুনাইদ আহমেদ পলক লেখেন, গতকাল রাজশাহীর গোদাগাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমার ভাতিজি কেয়াসহ তার দুই শিশুসন্তান রেহান এবং রাইশা মৃত্যুবরণ করেছে। জামাই গুরুতর আহত হয়। একই ঘটনায় গাড়িচালক পুলক এবং গৃহপরিচারিকা নাজমাও মারা যায়।

তিনি লেখেন, মাত্র তিনদিন আগে একদিনে কিবরিয়া ভাই ও নজু ভাই মারা গেলেন। তাদের জানাজা, দাফন সম্পন্ন করে স্বামীর কর্মস্থলে ফেরার পথে কবির ভাইয়ের মেয়ে কেয়া এই মারাত্মক দুর্ঘটনার শিকার হল।

সকলের কাছে দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাত নসীব করেন। পরিবারের সদস্যদের যেন শোক সইবার শক্তি দেন বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি